- সব কিছু স্বাভাবিক ভাবে নিন।
- নিজের কষ্টকে কখনো বড় করে দেখবেন না।
- নিজের কষ্টের সাথে অন্যের কষ্ট তুলনা করুন আশা করি কষ্ট থাকবে না।
- অপরকে ভালবাসুন মন থেকে। তাহলে তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন এতে করে আপনার কষ্ট কমে যাবে।
- নিজেকে কখনো অসুখী ভাববেন না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি ভাবুন।
- নিজেকে কারো সাথে তুলনা করে ছোট করবেন না।
- নিজেকে কখনো অসফল ভাববেন না।
- কষ্ট লাগলে নদী, পাহাড় বা নিরিবিলি পার্কে একা একা বা কোন আপনজনকে নিয়া ঘুরতে যান।
- প্রয়োজনের বেশী, অর্থের পিছনে ছুটবেন না।
- "আপনিই পৃথিবীর সব থেকে সুখি মানুষ", এই সত্যকে বুকে ধারণ করুন।
২৯ সেপ, ২০১৩
সুখি হওয়ার ১০টি টিপস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন