- স্তন ক্যান্সারে আক্রান্ত সবচে ছোট বয়সী মেয়ে Aleisha Hunter, সে মাত্র ৩ বছর বয়সে আক্রান্ত হয়।
- প্রথম যে অপারেশনের জন্য এনেস্থেসিয়া ব্যবহার করা হয়েছিল তা ছিল স্তন ক্যান্সারের জন্য অপারেশন যা Mastectomy নামে পরিচিত।
- উন্নত দেশগুলোতে অনুন্নত দেশগুলোর চেয়ে স্তন ক্যান্সারের হার বেশি।
- বাঁদিকের স্তনে সর্বদা স্তন ক্যান্সার বেশি হয় । বিজ্ঞানীরা এখনও জানেন না কেন।
- এপর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে সবচে বেশি স্তন ক্যান্সারের রোগী পাওয়া গেছে।
- প্রথম Mastectomy সার্জারি করা হয় ৫৪৮ খ্রিষ্টাব্দে। বাইজানটাইন সাম্রাজ্যের রানীর জন্য।
- মায়ের স্তন ক্যান্সার থাকলে মেয়ের হবে এমন কোন কথা নেই
- ৯৭% স্তন ক্যান্সার ৪০ বছর বা তার বেশি বয়সে হয়।
- ফর্সা মেয়েদের কালো মেয়েদের থেকে বেশি স্তন ক্যান্সার হয়।
- প্রেগন্যান্ট অবস্থায় স্তন ক্যান্সার হলে বাঁচার সম্ভাবনা কম থাকে।
- ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে । তবে তা মেয়েদের সংখ্যার তুলনায় মাত্র ১%
- স্তন ক্যান্সারকে মাঝে মাঝে Nun's Disease বলা হয় । নানদের মধ্যে এর প্রকোপের কারনে
- বাচ্চাকে স্তন্যদান করানো স্তন ক্যান্সারের ঝুকি অনেকাংশে কমিয়ে দেয়।
- যথেচ্ছা এন্টিবায়োটিক খাওয়া স্তন ক্যান্সারের ঝুকি বৃদ্ধি করে।
- যাদের স্তন বেশি বড় তারা স্তন ক্যান্সারের বেশি ঝুকিতে থাকে।
- যারা রাতে ওভারটাইম ডিউটি করে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে।
- স্তন ক্যান্সারের সাথে যাদের ডায়াবেটিস থাকে তাদের মৃত্যুহার বেশি।
- যৌনমিলনে স্বাভাবিকের চেয়ে কম অংশ নিলে স্তন ক্যান্সার এর ঝুকি বেড়ে যায়।
- বাঁহাতি মহিলাদের স্তন ক্যান্সার বেশি হয়।
- ছেলেদের স্তন ক্যান্সারের কারণগুলার মধ্যে আছেঃ
- Klinefelter's Syndrome
- অণ্ডকোষে সমস্যা
- জিন মিউটেশন
- ফ্যামিলিতে কারো থাকলে
- লিভারে বড় ধরনের সমস্যা
- রেডিয়েশন এর মধ্যে থাকলে
- Estrogen-related drug সেবন করলে
- অতি স্থুলতা
২০ মার্চ, ২০১৩
স্তন ক্যান্সার : মেয়েদের সর্বাধিক ভীতিকর রোগের মধ্যে একটি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন