৩০ মার্চ, ২০১৩

ঘরে লুকানো বিষক্ত রাসায়নিক!

গৃহস্থলী আসবাব পত্র, সোফা থেকে শুরু করে রান্নার হাড়িপাতিল পর্যন্ত, ওয়ালপেপার বা পর্দা ইত্যাদি দেখতে নিরাপদ মনে হলেও তাতে রয়েছে লুকানো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষক্ত রাসায়নিক। এসব বিষক্ত রাসায়নিক আপানর এলার্জি হওয়া থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কমিয়ে নানা অসুস্থতা যেমন ঠান্ডা বা সর্দিজ্বরে আক্রান্ত করে দিতে পারে।


বাসন-পত্র: 
সিরামিকের পাত্রের বদলে মেলাইমানের বাসন-পত্রে গরম খাবার খেলে বিষক্ত মেলামাইনও খাবারের সাথে ছড়িয়ে পড়ে সারা দেহে। তাছাড়া মেলামাইনের পাত্রে গরম খাবার খেলে কিডনি বিকল থেকে শুরু করে ক্যান্সারেরও ঝুঁকি তৈরি করতে পারে। তাই গরম খাবার সিরামিকের পাত্রে খাওয়া উচিৎ।

সোফা: 
আপনার সোফার কাপড়ে ব্যবাহার করা হয় এমন কিছু রাসায়নিক পদার্থ যা আগুন ধরা থেকে মুক্ত রাখে। যা গৃহস্থলী ধুলাবালিতে মিশে এবং হাতে জড়িয়ে খাবারে মেশে। ওই বিষক্ত রাসায়নিকগুলো খাবারের সাথে আমাদের দেহে এন্ডোক্রাইন ডিজরাপশন থেকে শুরু করে যৌন স্বাস্থ্যেরও হানি ঘটায়। তাই ভেক্যুয়াম ডাস্ট ক্লিনার দিয়ে যতটা সম্ভব আপনার সোফাকে ধুলা মুক্ত রাখুন।

বাতি: 
যদিও আমরা কখনও ভাবি না যে বাতি থেকে বিষ ছড়াতে পারে। গবেষণায় বেরিয়ে এসেছে লাইটের নিচে কাজ করলে পুরুষদের প্রোস্টেট এবং নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। রাতে লাইটের নিচে কাজ করলে দেহে হরমোন জনিত পরিবর্তন ঘটে এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি করে। রাতে কাজ করার ফলে প্রোস্টেট, কোলন, ফুসফুস, ব্লাডার, এবং অগ্ন্যাশয়ের ঝুঁকি বেড়ে যাওয়া সম্ভাবনা থাকে।

নন-স্টিক হাড়ি পাতিল: 
পিএফসি নামক এক ধরণের বিষক্ত রাসায়নিক রয়েছে এসব নন-স্টিক হাড়ি পাতিলে, যার গর্ভের শিশু থেকে বয়ষ্করা পর্যন্ত মেদবহুলতা এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এছাড়া রোগ শিশুর প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে কমিয়ে দেয় এই রাসায়নিকটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন